রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রথম টেস্ট ম্যাচ ১৮৭৭ সালে

ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৮৭৭ সালের মার্চে। ১৫-১৯ মার্চ মেলবোর্নে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যথাক্রমে ২৪৫ ও ১০৪ রান করে। জবাবে ইংল্যান্ড নিজেদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৯৬ ও ১০৮ রান করে। চারটা ইনিংসেই সবাই অলআউট হয়ে যায়। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ডেভ গ্রেগরি। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জেমস লিলিহোয়াইট। প্রথম টেস্ট ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান। তিনি প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৬৫ রান করে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন।

সর্বশেষ খবর