শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভারত সিরিজে নেই সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

ভারত সিরিজে নেই সাইফুদ্দিন

৩ নভেম্বর শুরু বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজ। সিরিজের জন্য বিসিবি যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে ছিলেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দলে থাকলেও পিঠের ব্যথার জন্য সংশয়াচ্ছন্ন ছিল তার খেলা। অবশেষে গতকাল ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ভারত সফরের টি-২০ সিরিজ খেলতে পারবেন না সাইফুদ্দিন। পিঠের ব্যথার কারণে হয়তো তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সিরিজ থেকে ছিটকে পড়া এবং ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালোফাতো বলেন, ‘পিঠের ব্যথার জন্য ভারত সিরিজ থেকে সাইফুদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাকে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। বিশ্রামের সময় রিহ্যাব করে নিজের ফিটনেস বাড়াবে।’

 পিঠের ইনজুরিতে দীর্ঘদিন ধরে ভুগছেন সাইফুদ্দিন। এই ব্যথা নিয়েই গত কয়েক মাস ক্রিকেট খেলেছেন। গত মাসে তিন জাতির টুর্নামেন্ট খেলেছেন। সাইফকে বিশ্রাম দেওয়া হলেও তার জায়গায় অন্য কারও নাম ঘোষণা করেনি নির্বাচক প্যানেল। এতে করে হয়তো শেষ পর্যন্ত ১৪ জনের স্কোয়াড ভারত সফর করতে পারে।

সর্বশেষ খবর