বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রেসলিং রিং কাঁপাচ্ছেন রোন্ডা রোজি

রেসলিং রিং কাঁপাচ্ছেন  রোন্ডা রোজি

রোন্ডা রোজি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এ মার্কিন মেয়ে রেসলিং রিঙে দুর্দান্ত ফাইট করে চলেছেন। মারামারিতে এতটাই পরিপক্ব তিনি, তার ডাক নাম হয়ে গেছে রাওডি। ৩২ বছরের এই রেসলার ২০০৮ সালের অলিম্পিকে জুডোতে ৭০ কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। এছাড়াও ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই ক্যাটাগরিতে রুপার পদক জয় করেছেন। প্যান আমেরিকান গেমস এবং প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে সোনার পদকও জয় করেছেন রোন্ডা রোজি। ইউএফসি ফাইটে নাম লেখানোর পর ইতিহাসই গড়েন তিনি। ২০১২ সালের নভেম্বরে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সঙ্গে প্রথম নারী ফাইটার হিসেবে চুক্তিবদ্ধ হন। এরপর একের পর এক ফাইটে জিতেই চলেন তিনি। নারী রেসলারদের মধ্যে তার আয়ই সবচেয়ে বেশি। তিনি বছরে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। পাশাপাশি হলিউড থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেন তিনি।

সর্বশেষ খবর