নতুন ফরম্যাটে আয়োজিত স্প্যানিশ সুপার কাপের প্রথম ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। রবিবার সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত মিনিটের খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে গোল শূন্য ড্রতে শেষ হয়। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। টাইব্রেকারে চারটি শট নিয়ে সবকটিতে গোলের দেখা পায় রিয়াল। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মডরিচ ও সার্জিও রামোস। বিপরীতে অ্যাটলেটিকোর প্রথম শট পোস্টে মারেন নিগেস। থমাসের শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে গোল করেন কিরান ট্রিপিয়ার। রিয়ালের এটি একাদশ স্প্যানিশ সুপার কাপ। সর্বোচ্চ ১৩ বার এ ট্রফি জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ সাধারণত লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা দেল রে কাপ চ্যাম্পিয়নের মধ্যে হতো। এবার দুই চ্যাম্পিয়নের সঙ্গে যোগ হয়েছে লা লিগার দুই ও তিন নম্বর দলও। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সাবেক ফরাসি ফুটবলার জিনেদিন জিদান ১০টি শিরোপা জিতলেন। আর দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর জিতলেন প্রথম শিরোপা।