২০১৯ সালের বিশ্বকাপের সেরা পারফরমারদের একজন ছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিসহ রান করেন ৬০৬। বিশ্বকাপ ক্রিকেটে তিনি খেলছেন ২০০৭ থেকে ২০১৯ সাল। টানা চার বিশ্বকাপে বাঁ হাতি অলরাউন্ডার ম্যাচ খেলেছেন ২৯টি। তার সমান ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালও। তবে রান সংগ্রহে সবার উপরে সাকিব। ২৯ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৪৫.৮৪ গড়ে ১১৪৬। সর্বোচ্চ ১২৪*। সেঞ্চুরি ২টি এবং হাফসেঞ্চুরি ১০টি। বাউন্ডারি মেরেছেন ১০৭টি এবং ওভার বাউন্ডারি ৮টি। স্ট্রাইক রেট ৮২.২৬। শূন্য করেছেন দুবার।