বিবিসিতে লেখা এক কলামে নতুন করে লিওনেল মেসির প্রশংসা করেছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা গ্যারি লিনেকার। তিনি সেই কলামে লিখেন, ‘লিওনেল মেসি অন্যদের মতো নয়। সে খেলাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।’ এখানেই থেমে থাকেননি লিনেকার। তিনি লিখেছেন, ‘প্রতিবার যখন মেসিকে দেখি, এমনকি তার বাজে দিনেও এমন কিছু মুহূর্ত থাকে যাতে বলে উঠি, এটা কীভাবে করল সে? একটা ম্যাচে এমন তিন-চারটা মুহূর্ত উপহার দেয় মেসি, যা সম্ভবত আমি পুরো ক্যারিয়ারেও করতে পারিনি। অন্যরা যা পারে না তা সে খুব সহজেই করে ফেলে।’ মেসির প্রশংসা করতে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গও এনেছেন লিনেকার। তার মতে, রোনালদো একজন স্কোরার হিসেবে অনেক ভালো। কিন্তু কেবল গোল করার ক্ষমতার জন্যই নয়, লিওনেল মেসি মাঠে আরও যেসব শৈল্পিক কাজ করেন তার জন্যই তিনি অন্যদের চেয়ে আলাদা। মেসিকে কেবল ম্যারাডোনার সঙ্গেই তুলনা চলে বলে মন্তব্য করেছেন লিনেকার। ড্রিবলিংয়ে দুজনকে ইতিহাসের সেরা ফুটবলার বলেছেন লিনেকার। তিনি বলেন, ‘এই দুজনই বৃত্তবন্দী হয়েও এমন কিছু কঠিন কাজ করতে পারেন, যা অন্যরা পারেন না।’ মেসির ক্ষেত্রে লিনেকার আরও বলেন, ‘মেসি মাঠে এমনভাবে খেলে, মনে হয় সে ওপর থেকে খেলাটা পর্যবেক্ষণ করছে। এতকিছু বলার পরও লিনেকারের মতে, লিওনেল মেসির প্রশংসা শেষ হয় না।