ক্রীড়াঙ্গনের অনেক মহাতারকাই যোগ দিয়েছেন বর্ণবাদবিরোধী এই লড়াইয়ে। ইংলিশ ক্লাব লিভারপুলও যোগ দিল এ লড়াইয়ে। গত সোমবার এনফিল্ডে অনুশীলনের ফাঁকে অভিনব প্রতিবাদ জানাল অলরেড-খ্যাত দলটা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেপোলিস পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় সারা দুনিয়ায় বিক্ষোভ চলছে। ক্রীড়াঙ্গনের অনেক মহাতারকাই যোগ দিয়েছেন বর্ণবাদবিরোধী এই লড়াইয়ে। ইংলিশ ক্লাব লিভারপুলও যোগ দিল এ লড়াইয়ে। গত সোমবার এনফিল্ডে অনুশীলনের ফাঁকে অভিনব প্রতিবাদ জানাল অলরেড-খ্যাত দলটা। মাঠের সেন্ট্রাল সার্কেলে লিভারপুলের ২৯ জন ফুটবলার গোল হয়ে ডান হাঁটুতে ভর করে অর্ধ বসা অবস্থায় প্রতিবাদ জানায়। এই ছবি নিজেদের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে পোস্ট করে লিভারপুল ক্যাপশন দেয় ‘ইউনিটি ইজ স্ট্রেন্থ’ (একতাই শক্তি)। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে যোগ করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। গত ২৫ মে জর্জ ফ্লয়েডের হত্যাকান্ড সারা বিশ্বকেই যেন নাড়িয়ে দিল। আরও একবার ভয়ঙ্কর বাস্তবতার দিকে ইঙ্গিত দিল ঘটনাটি। এই হত্যাকান্ডন্ডের প্রতিবাদ জানিয়েছেন ম্যানইউর বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা এবং ইংলিশ ফুটবলার মার্কোস র্যাশফোর্ডও। পগবা বলেছেন, বর্ণবাদী আচরণ আজ এবং এখনই বন্ধ হতে হবে। এদিকে লিভারপুল প্রস্তুত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য। কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে লিগের লড়াই।