করোনাভাইরাসের কারণে বিশেষ পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন নিয়ম করেছে। এক ম্যাচে তিনজনের পরিবর্তে পাঁচজন ফুটবলার বদল করা যাবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির কাছে এটাও যথেষ্ট মনে হচ্ছে না। তারা চায় অন্তত সাত থেকে নয়জন ফুটবলারেক বদলি হিসেবে নামানো হোক। ফুটবলের ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে এমন দাবিই করেছে। আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বৈঠকে বসবে লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে। সেখানেই নাকি চেলসি নয়জন সাবস্টিটিউট খেলানোর প্রস্তাব দিতে যাচ্ছে। এ বৈঠকে ১১ জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে কি না এটা নিয়েও আলোচনা হবে। গত মার্চ থেকেই বন্ধ আছে ইংলিশ লিগ। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই লিগ মাঠে নামাতে চাচ্ছে কর্তৃপক্ষ।