করোনাভাইরাসের ভয়কে পাশ কাটিয়ে মাঠে গড়িয়েছে জার্মান ফুটবল লিগ বুন্দেস লিগা। শুরু হয়েছে পর্তুগিজ ফুটবল লিগ। শুরুর প্রস্তুতি নিচ্ছে ইতালিয়ান ফুটবল লিগ সিরি-এ, ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ ও স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা। দীর্ঘ বিরতির পর খেলতে নেমে ফুটবলাররা ইনজুরিতে পড়তে পারেন-এমন ভাবনায় ফিফা প্রতি ম্যাচে ৫ ফুটবলার বদলির নতুন নিয়ম করেছে। বুন্দেস লিগায় নিয়মটি অনুসরণ করছে। এবার এই নিয়ম অনুসরণ করতে সম্মত হয়েছে সিরি-এ কর্তৃপক্ষ। নিয়মটি মানবে প্রিমিয়ার লিগও। ৫ বদলির নিয়ম মানতে রাজি হয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। সিরি-এ বন্ধ হয়েছিল ৯ মার্চ। তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হবে ২০ জুন। শেষ করতে হবে ২ আগস্টের আগে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত লিগে সবার উপরে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালার জুভেন্টাস। জুভাদের পয়েন্ট ২৬ ম্যাচে ৬৩। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ল্যাজিও। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার মিলান। চারে থাকা আটলান্টার পয়েন্ট ৪৮।