রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

ক্রীড়া ডেস্ক

জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

পুলিশের হাতে নিহত হয়েছেন কষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। তিনি এক সময় বাস্কেটবল ও ফুটবল খেলতেন। ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভে জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। সহিংসতা এড়াতে কারফিউ জারি করেছে মার্কিন প্রশাসন।  যুক্তরাষ্ট্রে বর্ণবাদ দূর করতে এবার এগিয়ে এসেছেন কিংবদন্তির বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান। ৫৭ বছর বয়সী জর্ডান এবার ব্রান্ডের পক্ষ থেকে বর্ণবাদ দূর করতে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ১০ কোটি ডলার বা বাংলাদেশ টাকায় ৮৬০ কোটি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থ দেওয়া হবে বর্ণবাদের বিপক্ষে লড়াইরত প্রতিষ্ঠানগুলোকে। মাইকেল জর্ডান সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড়। কিংবদন্তির এই খেলোয়াড় জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের করাল থাবা থেকে কষ্ণাঙ্গদের লড়াই করতে তিনি সব সময় লড়াই করে যাবেন। ২৫ মে মিনেসোটা রাজ্যেও সিনিয়াপোলিশ শহরে পুলিশের হাতে মারা যান ৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েড। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ১৫৩টি শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর