রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

রাজনীতিতে ক্রিকেটার জুনায়েদ খান

ক্রীড়া ডেস্ক

রাজনীতিতে ক্রিকেটার জুনায়েদ খান

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন বিশ্বসেরা ক্রিকেটার। তার অধিনায়কত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে নেমে এখন সফল রাজীনিতিবিদ। ইমরানের দেখানো পথে হাঁটার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার জুনায়েদ খান। ৩০ বছর বয়সী জুনায়েদের বাস নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশে। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ জুনায়েদের পরিবার। গত নির্বাচনে জুনায়েদের বাবাকে অংশ নিতে অনুরোধ করেছিল। কিন্তু তিনি রাজি হননি।  ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৯টি টি-২০ খেলা জুনায়েদ জনিয়েছেন যদি তিনি জাতীয় দলে ফিরতে না পারেন, তাহলে তিনি নাম লেখাবেন রাজনীতিতে, ‘সবশেষ নির্বাচনে জাতীয় সংসদে আমার বাবাকে একটি আসন প্রস্তাব দেওয়া হয়েছিল। বাবা রাজি হননি। আমি যদি জাতীয় দলে ফিরতে না পারি, তাহলে রাজনীতিতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করব। রাজনীতিতে আমার মূল লক্ষ্য থাকবে দেশের খেলাধুলার জন্য ভালো কিছু করা।’         

সর্বশেষ খবর