মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ফুটবলারদের কথা শুনবে লিগ কমিটি

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলারদের কথা শুনবে লিগ কমিটি

ফুটবলে নতুন মৌসুম শুরুর প্রক্রিয়া হিসেবে লিগ কমিটি বৈঠক করেছে ক্লাব প্রতিনিধির সঙ্গে। আজ আবার বসবে জাতীয় দলের ৩০ জন ফুটবলারের সঙ্গে। অবশ্য জাতীয় দলে খেলেননি এমন ১০ জন ফুটবলারকেও ডাকা হয়েছে বৈঠকে। এজেন্ডা একটাই পারিশ্রমিক। গতবার পেশাদার লিগ বাতিল হয়ে যায় শুরুতেই। কোনো দল ৬ কিংবা ৫ ম্যাচে অংশ নিয়েছিল। অথচ অধিকাংশ ফুটবলারই ৮০ থেকে ৫০ ভাগ পারিশ্রমিক পেয়ে গেছেন। ক্লাবগুলো চাচ্ছে আগের খেলোয়াড়দের দলে রেখে কিছুটা পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া। ক্লাব চাইছে, কিন্তু খেলোয়াড়রা এতে রাজি হবে কিনা সেটাও তো দেখতে হবে। তাদের মতামত নিতেই এ গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়েছে।

সর্বশেষ খবর