বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা
শ্রীলঙ্কা সফর

অভিজ্ঞদের ওপরই ভরসা

সাকিব খেলবেন দ্বিতীয় টেস্ট, ফিরছেন সাইফুদ্দিনও

ক্রীড়া প্রতিবেদক

অভিজ্ঞদের ওপরই ভরসা

‘অনেকদিন ধরে খেলার বাইরে ক্রিকেটাররা। সেজন্য আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। সর্বশেষ যারা খেলেছেন, তাদের প্রাধান্যই থাকবে। নতুন কাউকে দেখার সম্ভাবনা কম।’

 

অক্টোবরে ‘শ্রীলঙ্কায় তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলবেন মুমিনুলরা। সিরিজ খেলতে টাইগাররা ঢাকা ছাড়বে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম দেশের বাইরে স্কোয়াড ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না নতুন কোনো মুখ। পুরনোদের নিয়েই টাইগাররা খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমন তথ্যই জানিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে নেমেছেন ঈদের আগে। ঈদের পর সাকিব আল হাসান ছাড়া সব ক্রিকেটারই অনুশীলন করছেন। এক বছর নিষিদ্ধ থাকায় ক্রিকেটের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। ৪/৫ সেপ্টেম্বর অনুশীলন শুরু করবেন বিকেএসপিতে। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়েই সাকিব টেস্ট খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিবের ফেরায় অনেকটাই হাফ ছেড়ে বাঁচছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর। হাবিবুল বাশার স্কোয়াড নিয়ে বলেন, ‘অনেকদিন ধরে খেলার বাইরে ক্রিকেটাররা। সেজন্য আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। সর্বশেষ যারা খেলেছেন, তাদের প্রাধান্যই থাকবে। নতুন কাউকে দেখার সম্ভাবনা কম।’ প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে নির্বাচক প্যানেল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

নিষেধাজ্ঞা কাটিয়ে সিরিজে ফিরছেন সাবেক অধিনায়ক। তবে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টের অনেকেই প্রশ্ন তুলেছেন সাকিবের বিষয়ে। কারণ, সাকিব খেলার বাইরে প্রায় এক বছর। তাদের প্রশ্ন ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না সাকিব? নির্বাচক বাশার আত্মবিশ্বাসী সাকিবের বিষয়ে, ‘খেয়াল করলে দেখবেন জাতীয় দলের সব ক্রিকেটারই ম্যাচের বাইরে। সবাই আট মাস পর মাঠে নামবেন। সাকিব না হয়

আরও চারমাস বেশি বাইরে ছিলেন। কিন্তু সে রেডি ক্রিকেটার। ম্যাচ খেলার প্রস্তুতি থাকে সব সময়ই।’

সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি জানিয়েছেন, তার পছন্দ ওয়ানডের মতো টেস্টেও সাকিব তিনে ব্যাটিং করুক। কিন্তু টিম ম্যানেজমেন্টের পছন্দ তিনে নাজমুল হাসান শান্তকে। নির্বাচক বাশার অবশ্য দল নিয়ে কিছু বলতে রাজি হননি। কিন্তু বিসিবি সূত্র জানিয়েছে, টিম ম্যানেজমেন্টে ইচ্ছা সাকিব ব্যাটিং করুন ৬ নম্বরে। ওপেনে তামিম ইকবালের সঙ্গে সাদমান কিংবা ইমরুল, তিনে শান্ত, চারে অধিনায়ক মুমিনুল, পাঁচে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম, ছয়ে সাকিব, সাতে লিটন দাস, আটে সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, নয়ে মেহেদী হাসান মিরাজ, দশে তাইজুল ইসলাম ও এগারোতে মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্কোয়াডে থাকবেন মোহাম্মদ মিথুন, নাঈম হাসান।     

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ক্রিকেট ফিরবে বাংলাদেশ। এরপর স্থগিত সিরিজগুলো খেলার পরিকল্পনা রয়েছে বিসিবির।   

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর