বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এবার করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

ক্রীড়া ডেস্ক

এবার করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

জ্যামাইকার কিংবদন্তি ক্রীড়াবিদ উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্যামাইকার স্বাস্থ্যমন্ত্রী ড. ক্রিস্টোফার টুফটন এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় মিডিয়াকে। গত শুক্রবার জ্যামাইকাতে উসাইন বোল্ট এক পার্টির আয়োজন করেছিলেন। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উসাইন বোল্টের সেই পার্টিতে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা রহিম স্টারলিং। তিনিও টেস্ট করিয়েছেন। অবশ্য ফলাফলে তার করোনা নেগেটিভ এসেছে। উসাইন বোল্ট এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। এ কারণে বন্ধুদের থেকে দূরে থাকব কিছুদিন।’  টানা তিনটা অলিম্পিকে তিনটা করে স্বর্ণ জয় করেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ১০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন। জয় করেছেন আরও অনেক পদক। সবমিলিয়ে অ্যাথলেটিকসের ইতিহাসে এখনো পর্যন্ত উসাইন বোল্টকেই সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয়। জ্যামাইকান এই তারকা সব সময়ই পার্টি করতে পছন্দ করেন। বন্ধুদের নিয়ে হইচই করতে ভালোবাসেন। এবার বেশ কিছুদিনের জন্য বোল্টের পার্টি বন্ধ হয়ে গেল!

সর্বশেষ খবর