বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মুক্ত রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক

মুক্ত রোনালদিনহো

প্যারাগুয়েতে জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে গিয়ে বন্দী হয়েছিলেন বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। বার্সেলোনা ও এসি মিলান তারকা প্যারাগুয়ের একটি হোটেলে গৃহবন্দী সময় কাটাচ্ছিলেন গত প্রায় পাঁচ মাস ধরে। এর আগে জেলেও থাকতে হয়েছিল বেশ কিছুদিন। অবশ্য জেল থেকে ছাড়পত্র পেতে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে রোনালদিনহোকে। অবশেষে প্যারাগুয়ে কর্তৃপক্ষ তাকে ব্রাজিলে ফেরার অনুমতি দিয়েছে। রোনালদিনহো তার ভাই রবার্তো অ্যাসিসকে সঙ্গে নিয়ে এবার নিজ দেশে ফিরতে পারবেন। রোনালদিনহো অবশ্য বেঁচে যাচ্ছেন। প্যারাগুয়েতে তার বিরুদ্ধে কোনো রকম রেকর্ড থাকছে না। কিন্তু রোনালদিনহোর ভাই রবার্তোর বিরুদ্ধে রেকর্ড রেখে দিচ্ছে প্যারাগুয়ে পুলিশ।

প্যারাগুয়ের মিডিয়াকে রোনালদিনহো বলেছেন, ‘অবৈধ পাসপোর্ট দেখে আমরা পুরোপুরিই বিস্মিত হয়ে গিয়েছিলাম। এরপর থেকেই আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করে আসছি বিষয়টা পরিষ্কার করার জন্য।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর