শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বয়স যখন বাধা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের ধাক্কায় বেসামাল বিশ্ব ক্রীড়াঙ্গন। স্থগিত হয়ে পড়ে নানান লিগ, টুর্নামেন্ট। করোনার প্রভাব এখনো কমেনি। তার পরও মাঠে গড়িয়েছে ফুটবল, ক্রিকেট। গড়ানোর অপেক্ষায় টেনিস, হকি। করোনাভাইরাসের ধাক্কায় পিছিয়ে যায় অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। শুরুতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর তারিখ ছিল ৪-১২ জুন। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে গিয়েছে। টুর্নামেন্টের এখন নতুন তারিখ ২১-৩০ জানুয়ারি। নতুন সূচি ঘোষিত হওয়ার পরই বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। আগের সূচিতে খেলা হলে নির্বিঘ্নেই অংশ নিতে পারত বাংলাদেশের সব খেলোয়াড়। কিন্তু নতুন সূচিতে হকি খেলোয়াড়দের বয়স বেড়ে গেছে। ফলে ৯ খেলোয়াড় আশরাফুল ইসলাম, মোহাম্মদ মাহাবুব হোসেন, নাঈম উদ্দিন, ফজলে রাব্বী, খালেদ মাহমুদ রাকিন, আল নাহিয়ান শুভ, নাজমুল হাসান মৃদুল, রাজু আহমেদ তপু ও আশরাফুল আলমের না খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের সেমিফাইনালিস্ট দলগুলো সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর