রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চেন্নাইয়ের শুভসূচনা

ক্রীড়া ডেস্ক

নানা বাধাবিপত্তি এড়িয়ে অবশেষে মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনাভাইরাসের জন্য টুর্নামেন্টটি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মরুরাজ্য সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল  উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে ধোনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিতের মুম্বাইকে। শুরুতে মারমুখি ব্যাটিং হলেও মুম্বাই তাদের সংগ্রহ বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। তেওয়ারি ৩১ বলে ৪২ রান করেন। এন গিদি ৩৮ রানে ৩ উইকেট পান। ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই শুরুতে ২ উইকেট হারিয়ে ফেলে। পরে রাইডু ও ডু-প্লেসিসের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা হাতে ৪ বল রেখে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে।  রাইডু ৪৮ বলে ৭১ রান করে আসরের শুরুতেই হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে ডু প্লেসিস ৪৪ বলে ৫৮ রান করেন। মূলত এ দুই ব্যাটসম্যান চেন্নাইকে জয় এনে দেন। গতকালের খেলায় শুরুটা ছিল মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার ৪ দিয়ে। অন্যদিকে চেন্নাইয়ের বিজয় আসে ডু প্লেসিসের বাউন্ডারিতে। চারে শুরু চারে ম্যাচ শেষ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর