শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজয় দিবস সাইক্লিং

ক্রীড়া প্রতিবেদক

কাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস সাইক্লিং প্রতিযোগিতা। ৯টি ইভেন্টে প্রায় দু’শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করবেন এ প্রতিযোগিতায়। এর মধ্যে পুরুষদের পাঁচটি ইভেন্টে ১৪০ জন ও নারীদের চারটি ইভেন্টে ৮০ জন নারী সাইকিস্ট অংশগ্রহণ করবেন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম। সামনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ যৌথভাবে ট্যুর দ্য গেম সাইক্লিংয়ের আয়োজন করবে বলেও জানান তিনি।

 বিজয় দিবস সাইক্লিংয়ে পুরুষদের ইভেন্টগুলো হলো ১০ হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, ৪ হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, ৬ হাজার মিটার স্ক্যাচ রেস জুনিয়র, ৬ হাজার মিটার মাউন্টেন বাইক সিনিয়র ট্র্যাক ও ৪ হাজার মিটার মাউন্টেইন বাইক জুনিয়র ট্র্যাক। নারীদের ইভেন্টগুলো হলো- ৪ হাজার মিটার স্ক্যাচ রেস সিনিয়র, ২ হাজার মিটার টিম পারস্যুট সিনিয়র, ২ হাজার মিটার পারস্যুট জুনিয়র ও ২ হাজার মিটার মাউন্টেইন বাইক সিনিয়র ট্র্যাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর