রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শিরোপা উৎসব বাগেরহাটের

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা উৎসব বাগেরহাটের

ফাইনালটা ফাইনালের মতো হলো না। একতরফা খেলে জাতীয় স্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট। গতকাল পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-০ গোলে ফেনী ছাগলনাইয়া পাইলট হাইস্কুলকে হারায় তারা। হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও সিরাজুল ইসলাম বিজয়ী দলের পক্ষে গোলগুলো করেন। ফাইনালে দাঁড়াতেই পারেনি ছাগলনাইয়া।

ট্রফিসহ চ্যাম্পিয়নরা ১ লাখ ও রানার্সআপ ৫০ হাজার টাকার পুরস্কার পেয়েছে। টুর্নামেন্ট না জিতলেও সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়ার মুনতাদির ফুরাদ ইবনে নুর। ফাইনালে সেরা হয়েছেন বাগেরহাটের হাসান হাওলাদার। সেরা গোলরক্ষক হয়েছেন একই দলের হাবিবুর রহমান। ট্রফি হাতে পাওয়ার পর উল্লাসে মেতে উঠে চ্যাম্পিয়নরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর