রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুস্থ আছেন সৌরভ

ক্রীড়া ডেস্ক

সুস্থ আছেন সৌরভ

শনিবার সকালে জিম করছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তখন তিনি পিঠে ব্যথা অনুভব করেন। এরপর আচমকা মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার পরিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কলকাতার ওডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ। তার দাদা ¯ন্ডেœহাশীষ গাঙ্গুলি জানিয়েছেন, সৌরভের হার্টে সমস্যা রয়েছে। তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন। গাঙ্গুলির অসুস্থতার খবর নিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার যুবরাজের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা টুইট করেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছে, এটা জেনে খারাপ লাগছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’ সৌরভের খোঁজ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করেছি। গেট ওয়েল সুন।’ ঋৃদ্ধিমান সাহাও টুইট করেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদা।’ হৃদরোগের চিকিৎসার জন্য সৌরভের এনজিওপ্লাস্ট করা হতে পারে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার চিকিৎসা করছেন ডা. সরোজ মল। অবশ্য চিকিৎসকরা খোঁজ নিচ্ছেন, সৌরভের কার্ডিওলোজির কোনো সমস্যা রয়েছে কিনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর