শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা
বার্সেলোনা

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে

প্রথম লেগে হেরে গিয়েছিল। তাই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে জিততেই হতো বার্সেলোনাকে। শুধু জিতলেই হতো না। জিততে হতো সঠিক সমীকরণে। সেই কাজটিই করেছেন লিওনেল মেসিরা। কোপা ডেল রে-এর ফাইনাল খেলতে সেভিয়ার বিপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হতো। সেই কাজটিই করেছে রোনাল্ড কোম্যানের দল। ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। ফলে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। ম্যাচে ১২ মিনিটে বার্সা এগিয়ে নেন দেম্বেলে। মেসির বাড়ানো বল ধরে বক্সের কোণা থেকে দুর্দান্ত গোলটি করেন দেম্বেলে। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত কাতালানরা। কিন্তু প্রথমার্ধে আর গোল হয়নি। গোল না হওয়ার কারণ, সেভিয়ার রক্ষণাত্মক খেলা।

দ্বিতীয়ার্ধে আরও গতিশীল ফুটবল খেলেন মেসিরা। ৬৭ মিনিটে জর্ডি আলবার ভলি ক্রস বারে লাগে। ৭১ মিনিটে ১০ জনে পরিণত হয় সেভিয়া। এরপরই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে দুটি গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচের শেষ দিকে ব্যবধান ২-০ করেন জেরার্ড পিকে। বদলি খেলতে নামা আতোয়ান গ্রিজম্যানের ক্রসে হেড করে গোল করেন পিকে। ফল ২-২ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আলবার বাড়ানো ক্রসে ৩-০ করে সেমিতে বার্সেলোনাকে টেনে তুলেন ব্রাথওয়েট। সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ লেভেন্তে ও অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ী দল।

সর্বশেষ খবর