গত সেপ্টেম্বরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশের। সফরে বিসিবি চেয়েছিল ৭ দিনের কোয়ারেন্টাইন। ক্রিকেট শ্রীলঙ্কা বলেছিল ১৪ দিনের। কোয়ারেন্টাইন ইস্যুতে দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনঢ় থাকায় শেষ মুহুর্তে শ্রীলঙ্কা সফর স্থগিত করে বিসিবি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আলাপ-আলোচনায় দুই দল সম্মত হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ এপ্রিল কলম্বো যাবেন মুমিনুলরা। কিন্তু করোনা পরিস্থিতি দিনদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রশ্ন উঠেছে সফর নিয়ে। শঙ্কিত অনেকেই সফরের ভবিষ্যৎ নিয়ে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন অবশ্য জানিয়েছেন, সফর নিয়ে বিসিবি তার পরিকল্পনা মতোই হাঁটছে। সফরে এবারও ক্রিকেটাররা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। কিন্তু কিছু পরিবর্তন থাকছে তাতে। শুধু ‘হোম’ কোয়ারেন্টাইন ৩ দিন। এছাড়া ৪দিন ব্যক্তিগত অনুশীলন এবং পরের ৭ দিন ভাগ ভাগ করে অনুশীলন করবে। নিউজিল্যান্ডে তামিম, মাহমুদুল্লাহরা ঘরবন্দী ছিলেন ৭ দিন। ৩ দিনের হোম কোয়ারেন্টাইন বলেই আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি সিইও, ‘করোনার দিকে আমাদের নজর রয়েছে। এখন পর্যন্ত সবকিছুই আমরা পরিকল্পনা মতোই করছি। যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে অবশ্যই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবে দল। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি যদি আমাদের মতো হয়, তাহলে আমরা অবশ্যই সফর নিয়ে ভাববো।’