সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শিরোপা লড়াইয়ে তিন দল

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা লড়াইয়ে তিন দল

বসুন্ধরা অভিষেকেই লিগ জিতে ইতিহাস গড়েছে। এখন আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায়। নতুন দল হিসেবে কোনো দলেরই টানা দুবার শিরোপা জেতার রেকর্ড নেই।

সুবিধাজনক অবস্থানে থেকে বসুন্ধরা কিংস দ্বিতীয় লেগে লড়বে। ১২ ম্যাচে ১ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শেখ জামাল ধানমন্ডি অপরাজিত থাকলেও সমান ম্যাচে তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে ২৬ পয়েন্ট। আবাহনী ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। অর্থাৎ শেখ জামালের চেয়ে ৮ ও আবাহনীর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে কিংস।

বাকি ১০ দলের পয়েন্ট হারানোর ব্যবধান এত বেশি যে শিরোপা লড়াইয়ে ফেরা সম্ভব নয়ই বলা যায়। বড় কোনো অঘটন না ঘটলে কিংস, জামাল ও ঢাকা আবাহনীই শিরোপা রেসে থাকবে। বসুন্ধরা কিংসের সুবিধাটা হচ্ছে তারা নিকটতম দুই প্রতিদ্ব›দ্বীকে বেশ পেছনে ফেলেছে। কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, এখনো পুরোপুরি নির্ভার থাকতে পারছি না। দ্বিতীয় লেগেও ১২ ম্যাচ। সুতরাং পথটা দূরই বলা যায়। অন্যদিকে শেখ জামালের আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, অবস্থা এখন এমন অবস্থানে আমাদের জিতলেই চলবে না। বসুন্ধরা ও আবাহনীকে পয়েন্ট হারাতে হবে। মিশনটা কঠিনই বলব।

ঢাকা আবাহনীর সত্যজিত দাস রূপু বলেন, এক মাসের বেশি সময় ধরে দলগুলো মাঠের বাইরে। এর প্রভাব দ্বিতীয় লেগে পড়তে পারে। সুতরাং এখনই আশা ছাড়ি কিভাবে। বসুন্ধরা অভিষেকেই লিগ জিতে ইতিহাস গড়েছে। এখন আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায়। নতুন দল হিসেবে কোনো দলেরই টানা দুবার শিরোপা জেতার রেকর্ড নেই। তিন দলের ভালো-মন্দটা নির্ভর করবে মূলত বিদেশিদের পারফরম্যান্সের ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর