বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেট মনোনয়ন নিয়ে প্রশ্ন

অ্যাথলেটিকস ফেডারেশন গতকাল জানিয়েছে টোকিও অলিম্পিকের জন্য জহির রায়হানকে মনোনীত করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

টোকিও অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন তিন অ্যাথলেট শিরিন আক্তার, মো. ইসমাইল ও জহির রায়হানের নাম বাছাই করে। পারফরম্যান্স যাচাই করে এদের মধ্য থেকে একজনের ওয়াইল্ড কার্ড পাঠানোর জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ করবে। ধারণা ছিল নারী অ্যাথলেট শিরিনকেই মনোনীত করবে ফেডারেশন। সাম্প্রতিককালে ঘরোয়া আসরে তার পারফরম্যান্স ছিল তুঙে। ১০০ মিটার দৌড়ে তিনি একাধিকবার সোনার পদক জেতেন। গেল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও তিনি রেকর্ড গড়ে দ্রুততম মানবী হন। সবাইকে অবাক করে দিয়ে অ্যাথলেটিকস ফেডারেশন গতকাল জানিয়েছে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করায় টোকিও অলিম্পিকের জন্য জহির রায়হানকে মনোনীত করেছে। ফেডারেশন মনোনীত করলেও তার অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত নয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত ১০০ মিটারের দৌড়বিদরা ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করে। সে ক্ষেত্রে জহিরকে কেন মনোনীত করা হলো তা আমরা খতিয়ে দেখব।

সর্বশেষ খবর