মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাকিবে উচ্ছ্বসিত কোচ তামিমকে নিয়ে শঙ্কা

সাকিব আল হাসান দলে থাকা মানেই টিম ম্যানেজমেন্টের প্রশান্তি। কারণ বিশ্বসেরা অলরাউন্ডার একাই দুই ক্রিকেটারের কাজ করেন। একজনের মধ্যে সেরা বোলার ও ব্যাটসম্যানকে পাওয়ায় দল গঠন করাও খুব সহজ হয়ে যায়। জিম্বাবুয়ের বিরুদ্ধে সাকিব খেলবেন কিনা তা নিয়ে যেন অনেকেরই সংশয় ছিল। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার খেলছেন এবং তিনি যে তার সেরা ফর্মে ফিরছেন তার কিছুটা ইঙ্গিত যেন প্রস্তুতি ম্যাচেই দিয়েছেন। তবে সাকিব ফিরলেও ওপেনার তামিম ইকবালকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হাঁটুর চোটের কারণে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নন কোচ। তবে রাসেল ডমিঙ্গো সাকিবকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ, টেস্ট ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ।’

‘সাকিব থাকলে দলের ব্যালান্স খুব ভালো হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’

সর্বশেষ খবর