শিরোনাম
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

লড়ছে টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক

১১৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। পিছিয়ে থাকার চাপ সামাল দিতে ব্যর্থ হয়ে প্রথম ওভারেই উইকেট হারায়। অবশ্য শুরুর সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। ওপেনার নওরোজ নাবিলের ৭৬ ও অধিনায়ক আইচ মোল্লার ৪০ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট ১৭০ রান তুলে তৃতীয় দিন পার করেছে স্বাগতিক যুবারা। আজ শেষ দিন ৫১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামবে স্বাগতিক যুবারা। আগের দিনের ৮ উইকেটে ২২৬ রান নিয়ে দিনটা ভালোই শুরু করেছিল আফগান যুবারা। ফয়সাল খান আহমাদজাইকে নিয়ে বড় স্কোরের পথে এগোন সেঞ্চুরিয়ান বিলাল সায়েদি। তাদের দৃঢ়তায় ২৮১ রান করে সফরকারী যুবারা। বিলাল সাজঘরে ফেরেন ১১৪ রানে আইচের বলে ক্যাচ তুলে। ৩৪০ বল স্থায়ী ইনিংসে ১২ চারের পাশে ছিল একটি ছক্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে বিলাল সামির ষষ্ঠ বলে আউট হন ইফতেখার। সেই ধাক্কা সামলে নাবিল ও খালিদ দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫৭ রান। খালিদ ২০ রান করলেও নাবিল ৭৬ রান করেন ১৬৬ বলে ৭ চারে। শেষ দিকে অধিনায়ক মোল্লা ৪০ রানে অপরাজিত থাকেন ১০৮ বলে ৩ চারে।       

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ :  প্রথম ইনিংস : ১৬২ ও দ্বিতীয় ইনিংস, ১৭০/৪, ৬৬ ওভার (নাবিল ৭৬, খালিদ ২০, আইচ ৪০*, আশরাফুল ১৪*। সামি ১/৩০, খারোটে ২/২২, সামিলি ১/১১)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : প্রথম ইনিংস : ২৮১/১০, ১৩৪.৩ ওভার (সায়েদি ১১৪, ফয়সাল ৩৯। হাবিব ১/৭৫, রিপন ১/২৪, মুশফিক ১/২৬, আশরাফুল ৩/৭০, মেহরব ১/৫১, আইচ ২/৮)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর