শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ম্যাট হেনরির ৭ উইকেট

ম্যাট হেনরির ৭ উইকেট

ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সুযোগ পান ট্রেন্ট বুল্ট ছুটিতে থাকায়। সুযোগ পেয়েই বাজিমাত করেন ডান হাতি পেসার ম্যাট হেনরি। ক্রাইস্টচার্চের হার্ড ও বাউন্সি উইকেটের সুবিধাকে কাজে লাগিয়ে প্রোটিয়াস ব্যাটারদের গুঁড়িয়ে  প্রথমবারের মতো নিয়েছেন ৭ উইকেট। যা ১৫ টেস্ট ক্যারিয়ারে প্রথম। ডান হাতি পেসারের এটা ক্যারিয়ার সেরা বোলিং এবং ঘরের মাঠে যে কোনো কিউই বোলারের রেকর্ড। তার বোলিং স্পেল ১৫-৭-২৩-৭।

এই পারফরম্যান্সে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনি স্পর্শ করেন কিংবদন্তির ফাস্ট বোলার স্যার রিচার্ড হ্যাডলিকে। ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ২৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন হ্যাডলি। নিউজিল্যান্ড খেলছে দলের সেরা তিন তারকা কেন উইলিয়ামসন, রস টেইলর ও বুল্টকে ছাড়া। টেইলর অবসরে, বুল্ট চুটিতে এবং উইলিয়াসন পিতৃকালীন ছুটিতে।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস, ৯৫/১০, ৪৯.২ ওভার (এরউইয়া ১০, মারক্রাম ১৫, হামজা ২৫, ভেরেইনা ১৮। সাউদি ১/৩৩, হেনরি ৭/২৩, জেমিসন ১/১৯, ওয়্যাগনার ১/১১)।

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস, ১১৬/৩, ৩৯ ওভার (ল্যাথাম ১৫, কনওয়ে ৩৬, নিকোলস ৩৭*। ইয়ানসেন ১/১১, অলিভিয়ের ২/৩৬)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর