সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

শিষ্যদের ওপর আস্থা রাখছেন কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগ মাঠে গড়ানোর আগে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। বলেছিলেন ফুটবলের জন্য এর চেয়ে উপযোগী মাঠ আর হতে পারে না। সব রকম সুযোগ-সুবিধাই আছে। কাবরেরার এ ধরনের মন্তব্যের পর বোঝা যাচ্ছিল জাতীয় দলের অনুশীলনের জন্য তিনি বসুন্ধরা কিংস অ্যারিনা পছন্দ করেছেন। বিষয়টি নিয়ে কাবরেরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেন। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের অনুমতি নিয়ে জাতীয় দল কিংস অ্যারিনায় অনুশীলন করছে। শনিবার থেকে কাবরেরা শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেও পড়েছেন।

নতুন কোচের দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচের মিশন শুরু হবে ২৪ মার্চ থেকে। সেদিন মালেতে মালদ্বীপের বিপক্ষে ফিফা উইন্ডো প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে লড়াই। দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে অনুশীলন চলছে। কাবরেরা কিংস অ্যারিনায় অনুশীলন করতে পেরে খুশি। দুই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী। তার কথা ফুটবলাররা পেশাদার লিগে মাঠে ছিল। আশা করি দুই ম্যাচেই তারা জ্বলে উঠবে।

সর্বশেষ খবর