বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা
১১০ রানে মেয়েদের হার

এক ম্যাচে ১৮৩ ডট বল

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচে ১৮৩ ডট বল

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম সাফল্য এসেছে মহিলা ক্রিকেটারদের হাত ধরে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন সালমা, জাহানারা। গতকাল হ্যামিল্টনে পরিচিত ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মহিলা বিশ্বকাপের দুই প্রতিবেশীর দেশের নিগার সুলতানারা বাংলাদেশ হেরেছে বাজে ব্যাটিংয়ে। ২২৯ রান তাড়া করতে নেমে ১১৯ রানে থেমেছে মহিলা দল। নিগাররা ইনিংসের ২৪৩ বলের (ইনিংস ৩০০ মধ্যে ডট দিয়েছে ১৮৩টি! প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জিতলেও হেরেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। একমাত্র ক্যারিবীয় মহিলাদের বিপক্ষে লড়াই করে হেরেছিল ৪ রানে। টি-২০ ক্রিকেটে ভারতকে হারালেও ওয়ানডেতে ৫ ম্যাচের সবগুলোতে হার। নিগারদের আরও একটি খেলা বাকি আছে বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান। সর্বোচ্চ ৫০ রান করেন স্বস্তিকা ভাটিকা। ৮০ বলের ইনিংসে ছিল ২টি চার। ওপেনার শেফালি ভার্মা ৪২ বলে ৪২ রান করেন ৬ চার ও এক ছয়ে। শেষ দিকে রিচা ঘোষ ৩৬ বলে ২৬, পুজা ভাস্কর ৩০ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। নিগার বাহিনীর পক্ষে রিতু মনি ৩৭ রানের খরচে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৪২ রানের খরচে নেন ২ উইকেট। ২৩০ রানের টার্গেটে নিগার বাহিনী ১১৯ রানে গুটিয়ে যায় ৪০.৩ ওভারে। সর্বোচ্চ ৩২ রান করেন সালমা ৩৫ বলে ৪ চারে। ২৪ রান করেন লতা মন্ডল ৪৬ বলে ২ চারে। নিগারদের গুটিয়ে দেন ৩০ রানে ৪ উইকেট নিয়ে। ২টি করে উইকেট নেনঝুলন গোস্মামী ও পুজা ভাস্কর।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ২২৯/৭, ৫০ ওভার (স্মৃতি ৩০, শেফালি ৪২, স্ব^স্তিকা ৫০, মিতালি ০, হারমানপ্রিত ১৪, রিচা ২৬, পুজা ৩০*, স্নেহ রানা ২৭, ঝুলন ২*। সালমা ৮-১-২৩-০, জাহানারা ৮-০-৫২-১, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-২-৩৭-৩, রুমানা ৮-১-২৭-০, লতা ৪-০-২০-০, ফাহিমা ৩-০-২২-০)

বাংলাদেশ : ১১৯/১০, ৪০.৩ ওভারে  (মুর্শিদা ১৯, শারমিন ৫, ফারজানা ০, নিগার ৩, রুমানা ২, লতা ২৪, সালমা ৩২, রিতু ১৬, ফাহিমা ১, নাহিদা ০, জাহানারা ১১*। ঝুলন ৭.৩-১-১৯-২, রাজেশ্বরি ১০-৪-১৫-১, পুজা ৬-০-২৬-২, স্নেহ রানা ১০-২-৩০-৪, পুনম ৭-০-২৫-১)

ফল: ভারত ১১০ রানে জয়ী

ম্যাচসেরা: স্বস্তিকা ভাটিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর