বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

শুভাগতের ঘূর্ণিতে মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের ৫৪ রানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত। জাতীয় দলের সাবেক অলরাউন্ডারে ম্লান হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ব্রাদার্সের মোহাম্মদ আশরাফুল। লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে আশরাফুল প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আরেক ম্যাচে ১৪৬ রান করেও জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাঞ্জামুল ইসলাম ও তাইবুর রহমানের ঘূর্ণিতে শেখ জামাল ১২ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি- ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২০৬ রান করে মোহামেডান। সর্বোচ্চ ৫৮ রান করেন রনি তালুকদার। ইনিংসটিতে ছিল ১০টি চার ও একটি ছক্কা। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। মাত্র ৭ রান করেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ২৮ রান করেন। আশরাফুল ১০ ওভারের স্পেলে ২৩ রানের খরচে নেন ৫ উইকেট। ২০৭ রানের টার্গেটে খেলতে নেমে ব্রাদার্সের ইনিংস শেষ হয় ৪৩.৩ ওভারে ১৫২ রানে। সর্বোচ্চ ৪২ রান করেন ইমতিয়াজ। ম্যাচসেরা শুভাগত ৫ উইকেট নেন ২৫ রানের খরচে। আগের সেরা ছিল ৩৯ রানে ৫ উইকেট। প্রিমিয়ার ক্রিকেটের আরেক ম্যাচে শেখ জামাল ৩৬.৪ ওভারে ১৪৬ রান করে। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ইমরুল হাসান। রাহাতুল নেন ৩৫ রানের খরচে ৪ উইকেট। ১৪৭ রানের টার্গেটে ৪৪ ওভারে ১৩২ রানে অলআউট হয় শাইনপুকুর। 

 

সর্বশেষ খবর