সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

এনামুলের ১৪২ বলে ১৮৪ রান

ক্রীড়া প্রতিবেদক

এনামুলের ১৪২ বলে ১৮৪ রান

এনামুল হক বিজয়

মনোসংযোগের অভাবে মাইলফলক গড়া হলো না এনামুল হক বিজয়ের। ব্যক্তিগত ১৮৪ রানের সময় পানি পানের বিরতি নিয়েছিলেন তিনি। এরপর ব্যাট করতে নেমে মনোসংযোগ হারিয়ে পেসার আসাদুজ্জামান পায়েলের বলে লেগ বিফোর হন। মাত্র ১৬ রানের জন্য দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট-‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলা হলো না জাতীয় দলের সাবেক ওপেনার এনামুলের। বাংলাদেশের লিস্ট-‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার সৌম্য সরকার। ২০১৯ সালে আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। ডাবল সেঞ্চুরি মিস করলেও এনামুলের দল প্রাইম ব্যাংক ১১১ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী ২০ রানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। ৫০ ওভারে আবাহনীর সংগ্রহ ৯ উইকেটে ২৬১ রান। জবাবে খেলাঘরের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান।  ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের গড়া ৫ উইকেটে ৩৮৮ রান দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ২০১৭-১৮ মৌসুমে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর ৪ উইকেটে ৩৯৩ রান এখন পর্যন্ত সর্বোচ্চ দলগত স্কোর। প্রাইমের ৩৮৮ রান তাড়া করতে নেমে শাইনপুকুরের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৭৭ রান। বিকেএসপি-৪ নম্বর মাঠে ম্যাচসেরা এনামুল বিজয় ১৮৪ রানের ইনিংস খেলেন ১৪২ বলে ১৮ চার ও ৯ ছক্কায়। জাতীয় দলের সাবেক ব্যাটার নাসির হোসেন ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩২ বলে ৫ ছক্কা ও ৩ চারে। 

সর্বশেষ খবর