দুই ক্লাবের দুই টার্গেট। বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক অর্থাৎ টানা তিন শিরোপা। অন্যদিকে ঢাকা আবাহনীর হারানো শিরোপা উদ্ধার। পেশাদার ফুটবল লিগে আজ দুই জায়ান্ট মুখোমুখি হবে। ম্যাচটি হবে বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনীর ভেন্যুতে। শিরোপার পথে থাকতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে দুর্বল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হারলেও এরপর টানা আট ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কিংস। অন্যদিকে শুরুটা ভালো করলেও আবাহনী হেরে যায় চট্টগ্রাম আবাহনীর কাছে। এরপর আবার পুলিশ, স্বাধীনতা ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ড্র করেছে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বসুন্ধরা কিংসের চেয়ে ঢাকা আবাহনী ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে। তিন পয়েন্টের খেলায় একে ধরাছোঁয়ার বাইরে বলা যায় না। তবে রবসনরা আজ জিতে গেলে প্রথম পর্বেই শিরোপা রাস্তাটা বেশ পরিষ্কার করে ফেলবে। ৯ পয়েন্টে পিছিয়ে থেকে বসুন্ধরার মতো শক্তিশালী দলকে টপকানো কঠিনই বলা যায়। সেক্ষেত্রে আবাহনীকে আজ জিততেই হবে। ড্র করলেও ভালোভাবে পিছিয়ে থাকবে। শেখ জামাল ধানমন্ডি এবার লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে।
শেখ জামাল সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত শিরোপার আসল লড়াই হবে বসুন্ধরা ও ঢাকা আবাহনীর মধ্যে। সিলেটের আজ ম্যাচের ওপর নির্ভর করবে লিগ কোন দিকে মোড় নেবে। কদিন আগে সিলেটে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। আজ দেশের দুই জায়ান্টের লড়াই। সবকিছু মিলিয়ে সিলেট এখন ফুটবল নগরীতে পরিণত হয়েছে।