বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

করোনা আক্রান্ত সাকিব ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে

ক্রীড়া প্রতিবেদক

করোনা আক্রান্ত সাকিব ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে

গতকালই অনুশীলনে নামার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু করোনা টেস্টে পজিটিভ হওয়ায় তিনি ছিটকে গেছেন টেস্ট থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। ১৫ মে থেকে চট্টগ্রামে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন সাকিব আল হাসান। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট নিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা টেস্ট করতে গিয়েই বিপত্তি দেখা দিল। করোনা পজিটিভ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের। ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ায় বেশ কিছুদিন আইসোলেশনে থাকতে হবে সাকিব আল হাসানকে। এর ফলে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি। গতকাল বিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রটোকল মেনে সাকিব আল হাসান পিসিআর ও এন্টিজেন টেস্ট করান। দুটো টেস্টেই পজিটিভ ফল পান তিনি। পাশাপাশি বিসিবির পক্ষ থেকে জানানো হয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ।

সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট খেলা হয়নি তার। ওয়ানডে খেলেই পারিবারিক কারণে দেশে ফেরেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। করোনানীতি অনুযায়ী সাকিবকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর টেস্ট করে নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। নেগেটিভ হলেও ২৩ মে থেকে মিরপুরে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে দলে থাকবেন কি না বলা কঠিন। করোনার ধাক্কা সামলে ফিটনেস ফিরে পেতে হবে সাকিবকে।

সর্বশেষ খবর