শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়ে সফরে একাধিক নতুন মুখ!

ক্রীড়া প্রতিবেদক

২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছিল টাইগাররা। হারারে টেস্টে চরম বিপর্যয়ের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫১ রানের অপরাজিত ইনিংস খেলে সাদা পোশাক ও লাল বলকে বিদায় জানিয়েছিলেন তিনি। যদিও সফরে টি-২০ অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ। ২৭ জুলাই ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আফ্রিকান দেশটিতে যাচ্ছে টাইগাররা। সফরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু টি-২০ অধিনায়ক কে হবেন, এ নিয়ে আলোচনা করতে গতকাল বসেছিলেন টিম ম্যানেজমেন্ট। চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখেই বিসিবি দল গোছাচ্ছে এবং ২০ ওভারের বিশ্বকাপে মাহমুদুল্লাহর পরিবর্তে নতুন অধিনায়ক দেখা যেতে পারে। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন জিম্বাবুয়ে সফরেও সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নতুন দল পাঠানো হতে পারে নতুন কোনো অধিনায়কের নেতৃত্ব্।ে সেক্ষেত্রে বিশ্রাম পেতে পারেন মাহমুদুল্লাহ। সাকিব অবশ্য আগেই জিম্বাবুয়ে সফর থেকে সরে দাঁড়িয়েছেন। ইনজুরির জন্য ২০ সদস্যের স্কোয়াডে থাকার পরও যেতে পারছেন না ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলবেন সিনিয়র ক্রিকেটার।  

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দেড় মাসের সফর শেষে দেশে ফিরেছেন টাইগাররা।

সর্বশেষ খবর