সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

নতুন অধিনায়ককে শুভ কামনা সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

নতুন অধিনায়ককে শুভ কামনা সাকিবের

ছন্দহীন মাহমুদুল্লাহ রিয়াদকে টি-২০ ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তার স্থলে জিম্বাবুয়ে সফরে টি-২০ অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামীকাল টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়বে টাইগাররা। টি-২০ ক্রিকেটের নতুন অধিনায়ক সোহানকে শুভকামনা জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার টেস্ট অধিনায়ক জানিয়েছেন অধিনায়ক হিসেবে সোহান ভালো করবেন, ‘আমি মনে করি, নুরুল হাসান যোগ্য অধিনায়ক। বিসিবিও মনে করেছে, সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ জন্য তাকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি, জিম্বাবুয়ে সিরিজ তার জন্য একটা ভালো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা সে উতরে যেতে পারবে।’ মুমিনুল হকের কাছ থেকে টেস্ট নেতৃত্ব পান সাকিব। তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হয়েছেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। ওয়ানডেতে দারুণ খেললেও টাইগারদের পারফরম্যান্স নিম্নগামী টেস্ট ও টি-২০ ক্রিকেটে। টেস্টে ভালো না করার ব্যাখ্যায় সাকিব বলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। বাংলাদেশ দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের একটু সময় লাগবে।’ দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও শুভকামনা জানিয়েছেন নতুন টি-২০ অধিনায়ক নুরুল হাসান সোহানকে

সর্বশেষ খবর