বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

‘ভারত কেমন দল তা নিয়ে ভাবছি না। আমরা আমাদের সেরাটা দিতে চাইব। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তাটা ছোট হয়ে আসবে।’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

ফাইনালে উঠতে হলে বাংলাদেশের যুবাদের তিন ম্যাচ জিততেই হবে। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরুটা করেছে জয় দিয়ে। সোমবার ভুবেনশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে। আজ প্রতিপক্ষ ভারত। যাদেরকে টুর্নামেন্টের সেরা দল বলা হচ্ছে। জিতলে ফাইনাল খেলার আশাটা উজ্জ্বল হবে। কথা হচ্ছে পারবে কি বাংলাদেশ? খেলার কৌশল কেমন হবে তা নিয়ে পল স্মলি টিম মিটিং করেছেন। বিকালে জিম ও সুইমিং করেছেন ফুটবলাররা। অনুশীলন ছিল না।

পল স্মলি বলেন, ‘ভারত ঘরের মাঠে খেলবে বলে কিছুটা সুবিধা পাবে। তবে আমরা জেতার জন্য মরিয়া হয়ে খেলব। শ্রীলঙ্কাকে হারালেও অসংখ্য সুযোগ হাত ছাড়া করেছে ছেলেরা। ভারতের বিপক্ষে দেখে শুনে খেলতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে।’ অধিনায়ক তানভীর বলেন, ভারত কেমন দল তা নিয়ে ভাবছি না। আমরা আমাদের সেরাটা দিতে চাইব। এই ম্যাচ জিতলে ফাইনালের রাস্তাটা ছোট হয়ে আসবে।

সর্বশেষ খবর