শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ম্যানচেস্টার টেস্ট

স্টোকস-ফকসের জোড়া সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

স্টোকস-ফকসের জোড়া সেঞ্চুরি

লর্ডসে আড়াই দিনেই টেস্ট হেরেছিল ইংল্যান্ড। ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ধাক্কা সামলে নিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টে গতকাল জোড়া সেঞ্চুরি করেছেন অধিনায়ক স্টোকস ও মিডল অর্ডার ব্যাটার বেন ফকস। স্টোকস আউট হন ১০৩ রানে। ফোক্স ব্যাট করছিলেন ১০৫ রানে। দুজনে জুটি বাঁধেন ১৪৭ রানে ৫ উইকেটের পতনের পর। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ২১৪ রান। ইংলিশ অধিনায়কের সেঞ্চুরি তার ৮৫ টেস্ট ক্যারিয়ারের ১২ নম্বর। অধিনায়ক স্টোকসের এটা প্রথম সেঞ্চুরি। কাগিসো রাবাদার বলে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের তালুবন্দি হওয়ার আগে ১০৩ রান করেন। ১৬৩ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৩টি ছক্কা। ফকসের এটা ১৬ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে প্রথম দিনেই সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ১৫১ রানে অলআউট করে স্বাগতিকরা। জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। এগিয়ে গেছে ২৬৪ রানে। ফকস অপরাজিত রয়েছেন ১১৩ রানে। ২১৭ বলের ইনিংসে রয়েছে ৯টি চার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা বিনা উইকেটে ২৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। আজ তৃতীয় দিন ২৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে। অধিনায়ক এলগার ১১ ও আরইউ ১২ রানে ব্যাট করছেন।

সর্বশেষ খবর