বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) দুই দিনব্যাপী ফুটবল উৎসব শুরু হয়েছে। গতকাল বাফুফে অ্যাসট্রোটাফ মাঠে আসরের উদ্বোধন হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুু, শেখ মো. আসলাম, পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ১০ দলের মধ্যে আয়োজিত আজ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।