বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা

নিউজিল্যান্ডের কন্ডিশন একেবারেই ভিন্ন। সেখানে এখন প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছি।

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা

স্থানীয় সময় আজ বিকালে ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান। তাহিতিতে ফ্লাইট সমস্যার জন্য টাইগার অধিনায়ক নির্ধারিত সময়ের দুদিন পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন। লস এঞ্জেলসে লম্বা ভ্রমণ শেষে ক্রাইস্টচার্চ পৌঁছাবেন বলে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলবেন কি না এখনো নিশ্চিত নয়। নির্ধারিত সময়ে পৌঁছাননি। তাই ‘বাংলা ওয়াশ’ নামে তিন জাতির টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাকিব। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও স্বাগতিক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আগামীকাল শুরু হচ্ছে তিন জাতির টুর্নামেন্ট। গতকাল দলের প্রস্তুতি, পরিকল্পনা নিয়ে কথা বলেন সোহান। তিনি জানান, সম্পূর্ণ ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে দলের সবাই প্রস্তুতি সেরে নিচ্ছেন। প্রচন্ড ঠান্ডার মধ্যেই গত দুদিনের দলের প্রস্তুতি ভালো হয়েছে বলেন সোহান, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন একেবারেই ভিন্ন। সেখানে এখন প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। আগামীকাল (আজ) আবার অনুশীলন করব। পরিবেশের সঙ্গে সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে, ম্যাচের আগে আমরা সবাই আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতি শতভাগ ঠিক আছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ সোহানরা অনুশীলন করছেন ক্রাইস্টচার্চের লিংকনে।

অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভে। টাইগারদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর বাছাইপর্ব টপকে আসা দলের বিরুদ্ধে। ২০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নামেন্ট খেলবে টাইগাররা। সাকিব, সোহানদের ম্যাচ চারটি-৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিন জাতির টুর্নামেন্টের আগে মরু রাজ্য সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-২০ ম্যাচ খেলেছে টাইগাররা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আরও দুটি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতিটা একেবারে মন্দ হচ্ছে না। ক্রাইস্টচার্চের টুর্নামেন্টে খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে ক্রিকেট দল। গত ৩দিন ধরে বৈরী আবহাওয়ায় অনুশীলন করছে। দলের প্রস্তুতি নিয়ে সোহান বলেন, ‘আমরা এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়ছে। তারপরও দুদিনের অনুশীলন ভালোভাবে করতে পেরেছি। এর আগে আমরা দুবাইয়ে দুটি ম্যাচ খেলেছি। আমার মনে হয়েছে প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। এমন ঠান্ডা আবহাওয়ায়ও আমরা অনুশীলন করতে পারছি এটা খুব ভালো।’

নিউজিল্যান্ডের উইকেটগুলোতে বলের মুভমেন্ট বেশি। তবে অস্ট্রেলিয়ার উইকেটগুলোতে বাউন্স বেশি। তারপরও বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে টুর্নামেন্ট খেলে ম্যাচগুলো থেকে পজিটিভ দিকগুলো নিয়ে যেতে চাইছেন সোহান, ‘টি-২০ বিশ্বকাপের আগে টুর্নামেন্ট খেলার সুযোগটি আমাদের জন্য ভালো হয়েছে। ম্যাচগুলোর অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসবে। টুর্নামেন্টের পজিটিভ দিকগুলো কাজে লাগাতে চাই।’

৭ অক্টোবর প্রথম ম্যাচ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদিদের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভালো খেলার প্রত্যাশা করেন সোহান, ‘পাকিস্তান অনেক ভালো দল। তবে আমরা যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে।’ টুর্নামেন্টের ফল যাই হোক না কেন, সে নিয়ে আলাদা কোনো চাপ নিচ্ছে না দল। দলের সবাইকে একটি মেসেজ দেওয়া হয়েছে বলেন সহ অধিনায়ক সোহান, ‘দলের পরিবেশ খুব ভালো। সবার কাছে একটি মেসেজ পৌঁছানো হচ্ছে, ম্যাচের ফলাফল নিয়ে আলাদা করে ভাবনার কিছু নয়। ব্যক্তিগত দায়িত্ব পালন করতে হবে। এতে করে দলগত পারফরম্যান্সটাই মূল।’

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। কিন্তু টি-২০ জেতেনি কখনো। টেস্ট ও ওয়ানডে খেললেও টাইগারা এই প্রথম টি-২০ খেলবে  ক্রাইস্টচার্চে।

সর্বশেষ খবর