বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
নারী এশিয়া কাপ

নিগারদের সামনে আজ মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের সামনে আজ মালয়েশিয়া

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলেছেন নিগার সুলতানা। তার যোগ্য নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অসাধারণ ক্রিকেট খেলার পুরস্কারও পেয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে। ঘরের মাঠে টি-২০ এশিয়া কাপ চলছে। ৭ দলের টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯ উইকেটে হারায় থাইল্যান্ডকে। কিন্তু পরের ম্যাচে একই ব্যবধানে হেরে যায় পাকিস্তানের কাছে। হারজিতের স্বাদ নিয়ে আজ দুপুরে আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে নিগার বহিনী। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়া। দলটি এখন পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়ে সবগুলোতেই হেরেছে। আজ চার নম্বর ম্যাচ খেলবে। ৩ ম্যাচে ৬ জয় নিয়ে সবার উপরে ভারত। পাকিস্তান ও থাইল্যান্ড আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে।   

২০১৮ সালের সর্বশেষ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। খেলা হয়েছিল মালয়েশিয়ায়। এবারও অন্যতম ফেবারিট নিগার বাহিনী। আসরের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল। থাইল্যান্ডকে ৮২ রানে আটকে ৫০ বল হাতে রেখে তুলে নেয় জয়। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটাররা সাবলীল ব্যাটিং করতে পারেননি। ৭০ রান করে হেরে যায় ৯ উইকেটে। মালয়েশিয়া তিনটি ম্যাচই হেরেছে একপেশে লড়াইয়ে। পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট, ভারতের কাছে ডিএল মেথডে ৩০ রানে এবং গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় ৭ উইকেটে।

এশিয়া কাপের ফাইনাল ১৫ অক্টোবর। ১৩ অক্টোবর সেমিফাইনালে খেলতে আজ জিততেই হবে নিগারদের। হারাতে হবে আরব আমিরাত,  শ্রীলঙ্কা ও ভারতকে। অবশ্য শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সে হিসেবে আজ মালয়েশিয়াকে হারালে সেমিফাইনাল খেলার পথে এগিয়ে যাবে এক ধাপ।

সর্বশেষ খবর