বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গার্ডিয়ানে সাফজয়ী সাবিনাদের প্রশংসা

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে লেখা হয় ফুটবল বাংলাদেশের কতটা জনপ্রিয় তা সাবিনা খাতুনদের শিরোপায় প্রমাণ দিচ্ছে। চ্যাম্পিয়ন হলে খেলোয়াড়রা সংবর্ধনা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু দেশে ফেরার পর ছাদ খোলা বাসে নারী ফুটবলারদের দেখতে যে ভিড় হয়েছিল তা বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশ যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। কোনো পয়েন্ট না হারিয়ে শিরোপা উৎসব করেছে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ পর্বে ৩-০ ও ফাইনালে স্বাগতিক নেপালকে হারানোটা সত্যিই গৌরবের। সাবিনার যোগ্য নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে দুই হ্যাটট্রিকসহ ৮ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছাড়াও টুর্নামেন্টের সেরা হয়েছে বাংলাদেশের অধিনায়ক।

গার্ডিয়ান লিখেছে এ ঐতিহাসিক বিজয় কিছুটা ম্লান করে দিয়েছে বাসে ঋতুর আহত, ল্যাগেজ কেটে ডলার চুরি ও সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের দাঁড়িয়ে থাকার ঘটনা।

সর্বশেষ খবর