বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

‘ইন্টার’ পরীক্ষায় ফেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

লা লিগায় দারুণ খেলছে বার্সেলোনা। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে রয়েছে সবার উপরে। জাভির কৌশলী পরিচালনায় টানা ৫ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলানের। বিপরীতে ইন্টারের অবস্থান নড়বড়ে নয়। কিন্তু খুব শক্ত অবস্থানেও নেই। সিরি এ-তে ৮ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটি। এমন বিপরীত মানসিকতা নিয়ে ইন্টার ঘরের মাঠে সানসিরোতে মুখোমুখি হয় বার্সেলোনার। ছন্দহীন ইন্টার পরশু রাতে নিজের মাঠে রক্ষণভাগ আঁটোসাঁটো করে কাউন্টার অ্যাটাকনির্ভর খেলে তুলে নেয় ১-০ গোলের জয়। ইন্টারের জয়ের নায়ক হাকান কালহানোগলু একমাত্র গোলটি করেন। ৩ ম্যাচে জয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে। হেরে ৩ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। আগামী বুধবার ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুই দল। ‘সি’ গ্রুপে টানা ৩ জয়ে সবার উপরে জার্মান ‘পাওয়ার হাউজ’ বায়ার্ন মিউনিখ সবার উপরে। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে বায়ার্ন গোল উৎসবে মেতেছিল। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভিক্টোরিয়া প্লাজেনকে।

সর্বশেষ খবর