মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ম্যাচ প্রিভিউ

ইতিহাসের হাতছানি নামিবিয়ার

নামিবিয়া-নেদারল্যান্ডস ♦ সকাল ১০টা ♦ কার্দিনিয়া পার্ক, জিলং

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাসের হাতছানি নামিবিয়ার

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। আসরের শুরুতেই  দেশটি বাজিমাত করেছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে। নামিবিয়ার ৭ উইকেটে ১৬৩ রানের জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১০৮। নামিবিয়ার স্মরণীয় এই জয়কে ২০ ওভারের বিশ্বকাপে অন্যতম সেরা অঘটন বলেই ধরেছেন ক্রীড়া বিশ্লেষকরা। লঙ্কানবাহিনীকে হারাতে অলআউট ক্রিকেট খেলেছে নামিবিয়া। জেরহার্ড এরাসমুসের নামিবিয়া আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচরাও প্রথম ম্যাচে এক বল হাতে রেখে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে। সুপার টুয়েলভে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে দুই দলেরই। জিলংয়ে আজ ম্যাচের জয়ী দল এগিয়ে যাবে সুপার টুয়েলভের পথে। সমীকরণের হিসাবে আজকের ম্যাচ দুই দলেরই জীবনবাজির। দুই দল এর আগে পরস্পরের বিপক্ষে ৪ বার খেলে। আজ পঞ্চমবার মুখোমুখি হবে। আগের চার লড়াইয়ে ২ বার করে হারজিত রয়েছে। গত টি-২০ বিশ্বকাপে নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছিল ডাচদের। নেদারল্যান্ডসের ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান টপকে গিয়েছিল নামিবিয়া ৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে। এর আগে দুই দল ৩ বার খেলেছিল টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে। ২০১৩ সালে নামিবিয়া ৪৫ রানে জিতেছিল। ২০১৫ সালে নেদারল্যান্ডস জয় পায় ৪ উইকেটে এবং ২০১৯-এ তারা জেতে ৪৪ রানে।

সর্বশেষ খবর