সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ক্রিকেট কিং কোহলি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট কিং কোহলি

বিরাট কোহলি, ভারত

মেলবোর্নে গতকাল মঞ্চস্থ হয়েছে ‘ভারত-পাকিস্তান’ ব্লকবাস্টার ম্যাচ। ম্যাচের সুপার ডুপার হিট নায়ক বিরাট কোহলি। আকাশসমান চাপের মুখে অবিশ্বাস্য ব্যাটিং করে কোহলি ক্রিকেট বিশ্বকে নতুন করে জানিয়েছেন, তিনিই এখন ক্রিকেট বিশ্বের  ‘কিং’। পাকিস্তানের ১৬০ রান তাড়ায় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ইয়ারা নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিল ভারত। সেখান থেকে ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। তার চোখধাঁধানো ব্যাটিংয়ে শেষ ওভারের নাটকে ভরা ম্যাচটি জিতেছে ভারত ৫ উইকেটে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শেষ বলের নাটকীয় জয়কে আড়াল করে সব ফোকাস নিজের দিকে টেনে নিয়েছেন কোহলি। চাপের মুখে হিমালয়সমান দৃঢ়তার ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। দুই চির প্রতিদ্বন্দ্বীর ‘দম বন্ধ’ করা ম্যাচের পর আইসিসি টুইট করেছে। সিংহাসনে বসে থাকা কোহলির একটি ছবি দিয়ে ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘রাজা ফিরে এসেছে। বিরাট কোহলিকে কুর্নিশ।’

চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ জেতার পর মাঠে দৌড়ে প্রবেশ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জড়িয়ে ধরেন কোহলিকে। কোলে নিয়ে শূন্যে তুলে ধরেন। এরপর কাঁধে তুলে ঘোরাতে থাকেন। সাবেক অধিনায়কের ম্যাচ জেতানো ইনিংসের প্রশংসায় ভারতীয় অধিনায়ক রোহিত জানিয়ে দেন এটা তার দেখা সেরা ইনিংস, ‘কোহলি যে কী করতে পারেন, সেটা এই ম্যাচে দেখিয়ে দিয়েছেন।’ এক পর্যায়ে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩ ওভারে ৪৮ রান। ১৯ নম্বর ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে কোহলি সোজা ও ডিপ স্কয়ার লেগ দিয়ে দুটি ছক্কা হাঁকান হারিস রউফের বলে। ওই দুই ছক্কায় ম্যাচে ফেরে ভারত। কোহলি শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর