সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আইরিশদের পাত্তাই দিল না শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে নামিবিয়ার কাছে হেরে শ্রীলঙ্কার সুপার টুয়েলভ খেলাই কঠিন হয়ে পড়েছিল। তবে লঙ্কানরা পরের দুই ম্যাচে দারুণভাবেই ঘুরে দাঁড়ায়। নিশ্চিত করে সুপার টুয়েলভ। বিশ্বকাপের দ্বিতীয় পর্বের শুরুটা দারুণ করল লঙ্কানরা। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের বোলিং তোপের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আইরিশরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে তারা। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করেন হ্যারি টেকটোর। এছাড়াও পল স্টারলিং ৩৪, জর্জ ডকরেল ১৪ এবং লোরকান টাকার ১০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন হাসারাঙ্গা ও মাহিশ। জবাব দিতে নেমে ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর