শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হকিতে বাংলাদেশকে সেরা দশে দেখতে চাই

-------- সাফওয়ান সোবহান

ক্রীড়া প্রতিবেদক

হকিতে বাংলাদেশকে সেরা দশে দেখতে চাই

হকির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সাফওয়ান সোবহান

হকিতে বাংলাদেশকে বিশ্বের সেরা দশে দেখতে চান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গতকাল হকির এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাফওয়ান সোবহান বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দেখতে চাই বাংলাদেশ হকি দল যেন র‌্যাঙ্কিংয়ে ১ থেকে ১০ নম্বরের ভিতরে থাকে।’ এ জন্য নানামুখী উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘শুরুটা দারুণ হয়েছে। এই লিগ নিয়ে আমরা খুব আশাবাদী। সামনে থেকে আরও সুন্দর করে আয়োজন করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়া।’ হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি অন্তত তিন থেকে পাঁচ বছর মেয়াদে করতে চান বলে জানান সাফওয়ান সোবহান। বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে ওঠা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলছি। বিশ্বের বিভিন্ন সংস্থার অনুমোদন পাওয়ার পর আমরা এ কমপ্লেক্সে খেলা নিয়ে আসব। এতে বাংলাদেশের ভালো ব্র্যান্ডিং হবে। ভবিষ্যতে এ কমপ্লেক্সে আমরা বড় বড় টুর্নামেন্ট নিয়ে আসব।’ হকিতে বাংলাদেশ বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে অবস্থান করছে। বিশ্বের সেরা দলগুলো থেকে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ। সবাই মিলে যৌথ উদ্যোগ নিলে শিগগিরই এ দেশ হকির সেরা দলগুলোর একটি হতে পারবে বলে মন্তব্য করেন সাফওয়ান সোবহান। খেলাধুলার প্রতি বসুন্ধরা পরিবারের ভালোবাসার কথাও জানান তিনি। হকি ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে দারুণ আশাবাদী টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। ভবিষ্যতে এ টুর্নামেন্টে দলসংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। সাফওয়ান সোবহান বলেন, ‘এবারের টুর্নামেন্টটা শেষ হোক। আমরা সবকিছু নিয়েই পর্যালোচনা করব। দল বাড়ানোরও সুযোগ আছে।’ সরকারের সহযোগিতা পেলে ও অবকাঠামো সুবিধা পেলে দেশের সব প্রান্তে হকি লিগ নিয়ে যেতে চান সাফওয়ান সোবহান। হকির উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর