টি-২০ বিশ্বকাপে দুই দেশের কাছে ম্যাচের গুরুত্ব ছিল। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলতে না পেরে হতাশ আফগানিস্তানের অধিনায়ক মো. নবি। তিনি বলেন, ম্যাচে হারজিত থাকবেই। তবে বড় মাঠে খেলার আনন্দই আলাদা। আমি ও রশিদ বিগব্যাশে মেলবোর্নে খেলেছি। কিন্তু দলের অনেকের পক্ষে তা হয়নি। তারা অপেক্ষায় ছিলেন বিশ্বকাপে খেলবে। বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ায় ওদের জন্য খারাপ লাগছে। ম্যাচ না হওয়ায় আমিও হতাশ। ইংল্যান্ডের কাছে হারার পর আমাদের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় লড়াইটা কঠিন হয়ে পড়ল।
সামনের ম্যাচগুলো খেলতে পারব কি না তা নিয়েও সংশয়ে রয়েছি। বৃষ্টি শুধু আমাদের নয়, অন্য দলেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যাক এখানে কিছু করার নেই বাস্তবতা মেনে নিতে হবে।