শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আগের ২১টি বিশ্বকাপের চেয়ে অনেকটাই আলাদা এই বিশ্বকাপ। নতুনত্বের চমক নিয়ে দর্শকদের সামনে বিশ্বকাপ তুলে ধরছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও স্বাগতিক দেশ কাতার। শীতকালে বিশ্বকাপের ধারণাই ছিল না এর আগে। জুন-জুলাই মাসেই সাধারণত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো শীতকালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রচ গরম থেকে বাঁচতেই এই আয়োজন। তবে কাতারে নভেম্বর-ডিসেম্বরেও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি।
বিশ্বকাপের আয়োজন এককভাবে সাধারণত বড় দেশেই করা হয়েছে। প্রথমবারের মতো কাতারের মতো ছোট্ট এক দেশ এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। পরিসংখ্যান বলছে বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে আয়তনের দিক দিয়ে কাতারের অবস্থান ১৬৪ নম্বরে। বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে এতদিন আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ ছিল সুইজারল্যান্ড (৪১২৮৪ বর্গ কিলোমিটার)।