মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আর্জেন্টিনা এখন আরও অপ্রতিরোধ্য

মেসি বড় তারকা হলেও আমি বলব আর্জেন্টিনা দলে কাপ জেতার মতো একাধিক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন।

কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে ২২তম বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। গতকাল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও মিশন শুরু করেছে। তারপরেও বলব বাংলাদেশের বিশ্বকাপ মূলত শুরু হচ্ছে আজ থেকেই। কেন বলছি, আশা করি এ কথা কাউকে বুঝিয়ে বলতে হবে না। নিজেরা খেলছি না। কখনো খেলতে পারব কিনা সংশয় রয়েছে। তাই বলেতো বিশ্বকাপের উন্মাদনা থেমে থাকতে পারি না। আর বাংলাদেশ মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা ঘিরে উত্তেজনা মেতে  উঠে। তাদের জয়ে যেমন হাসে, হারলে কাঁদে। ব্রাজিল মাঠে নামবে ২৫ নভেম্বর। আর্জেন্টিনার শুরু আজই। দিয়েগো ম্যারাডানার নেতৃত্বে ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এ দেশে আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা  অন্যরকম। দিন দিন তা বেড়েই চলেছে। বিশ্বকাপের অনেক আগে থেকে ঘরে-বাইরে আর্জেন্টিনার পতাকা উড়ছে। জার্সিতে ভরে গেছে পুরো দেশ।

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বলে উচ্ছ্বাসই থাকবে অন্যরকম। এবার তো আরও বেশি হবে, কেননা অনেকেই বলছেন আজেন্টিনারই বিশ্ব জয়ের সম্ভাবনা বেশি। ফুটবলে কখন কি হয় বলা মুশকিল। তবে অভিজ্ঞ ও তারণ্য মিলিয়ে তারা যে ব্যালেন্সড দল তাতে আমিও বলতে বাধ্য হচ্ছি, মেসির হাতে এবার স্বপ্নের ট্রফি উঠতে পারে। দুর্দান্ত ফর্মে রয়েছে এ দলটি। আমি বলব কোপাকাপে ফাইনালে ব্রাজিলকে হারানোর পরই আর্জেন্টিনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কোচ লিওনেল স্ক্যালনি দলকে সেভাবে তৈরি করেছে। মেসি বড় তারকা হলেও আমি বলব আর্জেন্টিনা দলে কাপ জেতার মতো একাধিক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আজ প্রতিপক্ষ সৌদি আরব। আমার বিশ্বাস জয় দিয়েই মিশন শুরু করবে। গোল উৎসব করার চেষ্টা করবে না। এতে ইনজুরির ঝুঁকি থাকবে। গ্রুপে সামনে দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

সর্বশেষ খবর