রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জার্মানি জানে তাদের কী করতে হবে

ছাইদ হাছান কানন, সাবেক ফুটবলার

জার্মানি জানে তাদের কী করতে হবে

এগিয়ে থেকেও জাপানের কাছে হেরে গেছে জার্মানি। কেউ কেউ হয় তো ভাবছেন যারা জাপানের বিপক্ষে পারে না। তারা স্পেনের সঙ্গে জিতবে কিভাবে। আসলে একথা বড্ড হাস্যকর। কেননা একটা দলের খারাপ দিন যেতেই পারে। তাই বলে তো প্রতিদিন এক রকম হয় না। এ কথা স্বীকার করতে হবে স্পেন শক্তিশালী দল। প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। এবার বিশ্বকাপে হয় তো এটাই হতে পারে সর্বোচ্চ ব্যবধানে জয়। জার্মানরা জানে আজ তাদের কি করতে হবে। স্পেন জিতে গেলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট পর্বে যাওয়া অনেকটা শেষ হয়ে যাবে। বাঁচা-মরার লড়াইয়ে জার্মানিকে জিততে হবে। জার্মানদের একটা গুণ আছে ছোট দলের কাছে হারলেও বড় ম্যাচে তারা জ্বলে উঠতে পারে। তাহলে আজকের ম্যাচে কি হতে পারে। জার্মানরা এমন এক জাত বড় বিপর্যয়েও ভেঙে পড়ে না। আমি কিন্তু এটাও বলছি না জার্মানির কাছে স্পেন হেরে যাবে। তবে একটুকু বলব আজকের পারফরম্যান্সে জার্মানদের নতুনত্ব থাকবে। যা তাদের জিততে সহায়তা করতে পারে। স্পেনের কোনো বাড়তি চাপ নেই। যদি হেরেও যায় সুযোগ থাকবে। ম্যাচটিতে লড়াই হবে হাড্ডাহাড্ডি। অন্য দিকে কোস্টারিকার বিপক্ষে জাপানকেই আমি এগিয়ে রাখতে চাই।

 

সর্বশেষ খবর